ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

থামেনি টাইগারদের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
থামেনি টাইগারদের অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরকারী ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের পরের দিনই অনুশীলনে নেমে পড়েছেন টাইগার ক্রিকেটাররা। রোববার (১৪ জুন) একমাত্র টেস্ট শেষ হলে ওয়ানডেকে সামনে রেখে সোমবার (১৫ জুন) ব্যাটিং-বোলিং আর ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত ছিলেন মুশফিক-সাকিব-মাশরাফিরা।



মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা অনুশীলন করেন তারা।

ইনডোরের নেটে জুটি বেধে ব্যাটিং অনুশীলন করেন সৌম্য সরকার-তামিম ইকবাল। আরেকটি জুটি বেধে ব্যাটিংয়ে নামেন লিটন কুমার দাশ-মুশফিকুর রহিম। সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাধেন সাব্বির রহমান। আর রনি তালুকদারের সঙ্গে ব্যাটিং ঝালিয়ে নেন নাসির হোসেন।

বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে বামহাতে এখনও ঘা রয়েছে টাইগারদের দলপতি মাশরাফির। তবে, ডানহাতের ঘা শুকিয়ে যাওয়ায় বোলিং করেছেন ‘নড়াইল এক্সপ্রেস’। ব্যাট হাতে অনুশীলন করতে পারেন নি তিনি।

মাশরাফি ছাড়াও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে বোলিংয়ের ধার বাড়াতে হাত ঘুরিয়েছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ আর আরাফাত সানি।

সোমবারের অনুশীলনে টাইগার ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদের সকলেই ছিলেন। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ক্রিকেটাররা ফিল্ডিং কোচের অধীনে অনুশীলন চালান। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসালের অধীনে ফিল্ডিংয়ে কিছু নতুনত্ব দেখা যায়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৫ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।