ঢাকা: ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জুন) মিরপুরে অনুশীলন করেছে ভারতীয় ক্রিকেট দল। দুপুর আড়াইটায় শুরু হয়ে অনুশীলন শেষ হয় বিকাল পাঁচটায়।
শুরুতে মিরপুর একাডেমি মাঠে ফুটবল খেলে ওয়ার্মআপ সেরে নেন ধোনি-রায়না-কোহলিরা। এরপর ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন করেন ভারতীয়রা।
নেটে ঘাম ঝড়ান কোহলি, ধাওয়ান, রোহিত, অশ্বিনরা। শুরুতে ব্যাটিং করেন দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা । নতুন বলে ব্যাটিং অনুশীলন করেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।
ভারতের ক্রিকেটাররা ফিল্ডিং অনুশীলন করেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে মিরপুরে অনুশীলন করবে ভারতীয় ক্রিকেট দল।
উল্লেখ্য, ১৮ জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দিবা-রাত্রির সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/আরএম