ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রেকর্ড রান তাড়া করে সমতায় ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
রেকর্ড রান তাড়া করে সমতায় ইংলিশরা ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫০ রানের বিশাল স্কোর তাড়া করে জয় পেয়েছে ইংল্যান্ড। আর এ জয়টি ইংলিশদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের ম্যাচ হয়ে থাকলো।

আর এ ম্যাচ জয়ে সিরিজে ২-২ এ সমতায় ফিরলো স্বাগতিকরা।

ট্রেন্ট ব্রিজে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে কিউইদের করা ৩৪৯ রানের বিপরীতে অধিনায়ক ইয়ন মরগান ও জো রুটের সেঞ্চুরিতে সাত উইকেট ও ৩৬ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না দলটির সামনে।

তবে কিউইদের দেয়া পাহাড়সম রানের ধাক্কা ভালই সামাল দেন ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস। দু’জনে মিলে ১১ ওভারের মধ্যেই ১০০ রানের জুটি গড়েন। তবে হেলস ৬৭ ও রয় ৩৮ রানে আউট হলেও মরগান ও রুট মিলে তৃতীয় উইকেট জুটিতে ১৯৮ রান করে জয় ভিত গড়ে দেন।

এ সিরিজে প্রতিটি ম্যাচে অন্তত হাফ সেঞ্চুরি করা মরগান এ ম্যাচে দারুণ ছন্দে খেলতে থাকেন। তার ঝড়ো গতির ইনিংসটি শেষে ৮২ বলে ১১৩ রানে থামে। টিম সাউদির বলে তিনি আউট হন। বাঁহাতি এ ব্যাটসম্যানে ইনিংসে ১২টি চারের পাশাপাশি পাঁচটি বিশাল ছক্কা ছিল।

অন্যদিকে ৯৭ বলে ১৩টি চারের সাহায্যে ১০৬ রান করে ‍অপরাজিত থাকেন রুট। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বেন স্টোকস।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের ৯০ রানের উপর ভর করে বড় সংগ্রহ দাড় করায় নিউজিল্যান্ড। এছাড়া গ্র্যান্ট এলিয়ট ৫৫ ও মার্টিন গাপটিল ৫৩ রান করেন। ইংলিশদের হয়ে দুটি করে উইকেট পান ডেভিড উইলি ও স্টোকস। ম্যাচ সেরা হন ইংলিশ অধিনায়ক মরগান।

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি আগামী ২০ জুন চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।