ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এমসিএল লিগের জন্য অনলাইন নিবন্ধন চলছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমসিএল লিগের জন্য অনলাইন নিবন্ধন চলছে ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ২০১৬ ফ্রেবুয়ারীতে মাস্টার্স চ্যাম্পিয়নস লিগ টি-২০ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আর শুধুমাত্র অবসরপ্রাপ্তদের নিয়ে এ টুর্নামেন্টে আগ্রহী ক্রিকেটাররা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে পারেবন।

এমনটি জানিয়েছে সংস্থাটি একটি বিজ্ঞপ্তিতে। আগামী ১৫ জুলাই নিবন্ধনের শেষ তারিখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যারা এ লিগে খেলার ব্যাপারে আগ্রহী তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইট তৈরী করা হয়েছে। তারা এখানেই নিবন্ধন করতে পারবেন (www.mcl2020.com)। ’

এ লিগে এখন পর্যন্ত আইকন ক্রিকেটার হিসেবে ওয়াসিম আকরাম, অ্যাডাম গিলক্রিস্ট ও ব্রায়ান লারা নাম লেখিলেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা গ্রেট জ্যাক ক্যালিসের নামও শোনা যাচ্ছে।

এ লিগে খেলতে হলে নিজ দেশের হয়ে অন্তত পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমএমএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।