ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের তিন ফরমেটেই শীর্ষে ওঠার অপেক্ষায় সাকিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ফের তিন ফরমেটেই শীর্ষে ওঠার অপেক্ষায় সাকিব ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ দিন থেকে টেস্ট ও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব আল হাসান আবারও ওয়ানডেতেও শীর্ষে চলে আসার পথে।

আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব।

অবশ্য গত বছরের (২০১৪ সাল) ডিসেম্বর থেকেই তিনি এ অবস্থানে রয়েছেন।

তবে এবার ভারত সিরিজ শেষে এর পরিবর্তন আসন্ন। পরিসংখ্যান তার পক্ষেই কথা বলছে। ভারতের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সাকিব আল হাসান ৫২ রান করেছেন। সেই সঙ্গে ৮ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। সিরিজে বাকী আরও দু’টি ম্যাচ। এখানে খানিক উজ্জ্বল পারফর্মেন্স করেই তিনি ওডিআইতে শীর্ষে উঠে যাবেন। তাই তো তিন ফরমেটেই শীর্ষে ওঠার অপেক্ষায় সাকিব!

বর্তমানে ৩৯৮ পয়েন্ট নিয়ে সাকিব দ্বিতীয় অবস্থানে রয়েছেন। শীর্ষে উঠতে তার চাই আর মাত্র ৬ রেটিং। এখন ৪০৪ রেটিং নিয়ে শীর্ষে আছেন শ্রীলংকার টি. এম. দিলশান। তাকে টপকে যেতে চাই ভারত সিরিজের বাকী দুই ম্যাচই! সাম্প্রতিক ফর্ম বলছে এটা অর্জন করা সাকিবের জন্য এখন সময়ের ব্যাপার।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।