ঢাকা: গল টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার থেকে ১৮২ রানে পিছিয়ে রয়েছে সফরকারী পাকিস্তান। তৃতীয় দিন শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মিসবাহ উল হকের দলটি।
প্রথম ইনিংসে কুশল সিলভার শতক, কুমার সাঙ্গাকারার অর্ধশতকে ভর করে অলআউট হওয়ার আগে ৩০০ রান তোলে লঙ্কানরা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৯৬ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা।
তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৮ রান। আসাদ শফিক (১৪) আর সরফরাজ আহমেদ (১৫) চতুর্থ দিন অপরাজিত থেকে ব্যাট হাতে নামবেন।
দলের হয়ে দুই ওপেনার মোহাম্মদ হাফিজ (২ রান) এবং আহমেদ শেহজাদ (৯ রান) করে বিদায় নেন। এছাড়া তিন নম্বরে নামা আজহার আলি ৮ রান করে সাজঘরে ফেরেন। তবে, চার নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৭ রান করেন ইউনিস খান। মিসবাহ করেন ২০ রান।
১৮২ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন খেলতে নামবে পাকিস্তান।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এমআর