ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির নেতৃত্বে আত্মবিশ্বাসী টাইগাররা: হাথুরুসিংহে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১৫
মাশরাফির নেতৃত্বে আত্মবিশ্বাসী টাইগাররা: হাথুরুসিংহে ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতকে ৭৯ রানে হারিয়ে ১-০তে লিড নিয়েছে স্বাগতিক বাংলোদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শনিবার (২০ জুন) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল।



সংবাদ সম্মেলনে হাথুরুসিং বলেন, আমরা এখনও বলছি না যে ভারতের বিপক্ষে আমরাই ফেভারিট। তবে, আমরা দ্বিতীয় ম্যাচেও জয়ের জন্য আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচ জয়ের পর আমাদের বিশ্বাসটা আরও বেড়ে গেছে। আর আত্মবিশ্বাসী এ দলটির উন্নতির সুযোগ রয়েছে। অনেক জায়গা নিয়ে কাজ করার বাকি রয়েছে। দলের কোচিং স্টাফরা অনবরত টাইগারদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই ক্রিকেটারদের উন্নতির জন্য তারা কষ্ট করে যাচ্ছেন। এটারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে প্রতিটি ম্যাচে।

শুক্রবার টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমি দায়িত্ব নেওয়ার পর যে কয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, তার মধ্যে অন্যতম হলো মাশরাফির হাতে দলের দায়িত্ব ছেড়ে দেওয়া। সে দলকে নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে।

শনিবার বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার প্রশংসা করলেন হাথুরুসিং। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সকলেই মাশরাফির নেতৃত্ব মেনে চলে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাশরাফির নেতৃত্বগুন চমৎকার। বাংলাদেশের জয়ের পেছনে তার অধিনায়কত্ব যথেষ্ঠ ভূমিকা রাখে।

সফরকারী দলটি আর অভিষেকে ৫ উইকেট নিয়ে বাজিমাত করা টাইগার পেসার মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ভারত খুব শক্তিশালী দল। তাদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ রয়েছে। সত্যি বলতে মুস্তাফিজ ভারতের কাছে ‘আননোন ফ্যাক্টর’ হয়ে গিয়েছিল। তাকে নিয়ে ভারত আলাদা করে কিছুই জানতো না। তার ভিডিও নিয়েও তারা হয়তো কাজ করতে পারেনি। আর তাই মুস্তাফিজ ভারতের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে পেরেছে।

দ্বিতীয় ম্যাচের উইকেট (পিচ) কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, আমি আশা করছি গত ম্যাচের মতো পরের ম্যাচেও একই উইকেট পাব।

প্রথম ম্যাচে ভারতের বোলারদের নাস্তানাবুদ করে ওপেনিং জুটিতে দারুণ শুরু করে বাংলাদেশ। এরপর সাকিব, সাব্বির, নাসিররাও দারুণ ব্যাটিং করেন। তবে, এতো অ্যাগ্রেসিভ হয়ে ব্যাটসম্যানরা কেনো খেলছে সংবাদকর্মীদের এমন প্রশ্নের উত্তরে টাইগার কোচ বলেন, তারা এভাবে খেলছে কারণ তারা আত্মবিশ্বাসী। তারা যে ভালো খেলে এটা তারা বিশ্বাস করে। দলগত ভাবে যেহেতু তারা জয়ের মধ্যেই রয়েছে, সেহেতু তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

ভারতের বিপক্ষে জিতে এগিয়ে থাকলেও সে ম্যাচটিকে যুদ্ধ বা প্রতিশোধের ম্যাচ বলতে নারাজ হাথুরুসিংহে। তিনি জানান, প্রতিটি দল ব্যাটে-বলের লড়াইয়ে এগিয়ে থাকতে চায়। এটা কোনো একক দলকে বেছে নিয়ে নয়। পরের ম্যাচে দলের কোনো পরিবর্তন আসতে পারে কি না, এমন কিছু বলেন নি টাইগার কোচ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২০ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।