ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত হোয়াইটওয়াশ হবে: কামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ভারত হোয়াইটওয়াশ হবে: কামাল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল টাইগাররা ভারতকে হোয়াইটওয়াশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, আগামী ম্যাচেও বাংলাদেশ ভারতকে হারাবে।

৩-০ ব্যবধানে সিরিজ জিতবে। হোয়াইট ওয়াশ করে ইতিহাস সৃষ্টি করবে।

রোববার (২১ জুন) মিরপুরে বাংলাদেশ দল সিরিজ জয়ের পর পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাপস চন্দ্র বোসের পাঠানো এক বিবৃতিতে কামাল এ আশাবাদ ব্যক্ত করেন।

কামাল বলেন, বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীরও ভূমিকা আছে। কারণ তিনি ক্রিকেটের উন্নয়নে একনিষ্ঠ অবদান রেখেছেন।

তরুণ তুর্কি মুস্তাফিজের প্রশংসা করে কামাল বলেন, আশা করছি, মুস্তাফিজুর রহমান তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে এবং বাংলাদেশে ‍আরো নতুন নতুন মুস্তাফিজ জন্ম নেবে।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমআইএস/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।