ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মানহানির মামলায় ফেঁসে যাচ্ছেন ‘সেই’ সরফরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
মানহানির মামলায় ফেঁসে যাচ্ছেন ‘সেই’ সরফরাজ সরফরাজ নেওয়াজ

ঢাকা: ক’দিন আগেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ বলেছিলেন, ভারত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ইচ্ছে করেই হেরে গেছে। এই সরফরাজ এবার ফেঁসে যাচ্ছেন মানহানির মামলায়।



পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে ছিটকে দিতেই ভারত টাইগারদের বিপক্ষে হেরেছে, এমন মন্তব্য করা পাকিস্তানের বিতর্কিত সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে মানহানির মামলা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি’র আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভি বিষয়টি নিশ্চিত করেছেন।

শুধু বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়েই বিতর্ক ছড়াননি সরফরাজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠিকে নিয়েও বলেছেন। সরফরাজ বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি নিজের ক্ষমতা বলে পদ ধরে রেখেছিলেন, যা অনৈতিক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেঠি ক্রিকেট কমিটিতে নিযুক্ত।

আর সরফরাজের এমন মন্তব্যে বেজায় চটেছে দেশটির ক্রিকেট বোর্ড প্রধানরা। বোর্ডের আইন উপদেষ্টা রিজভি এ প্রসঙ্গে বলেন, আমরা সরফরাজের বিরুদ্ধে মানহানির মামলা করতে প্রস্তুতি নিয়েছি। সোহেল শফিকের অতিরিক্ত জেলা জজের আদালতে আমরা তার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি। বিভিন্ন সময়ে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় মিথ্যা ও মানহানিকর অভিযোগ তুলেছেন সরফরাজ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।