ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টুইটারে সাবাশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
টুইটারে সাবাশ বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে টাইগারদের এমন ঐতিহাসিক জয় বাংলাদেশ ছাড়াও ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।



দেশটির ক্রিকেট ইতিহাসে জিম্বাবুয়ে, কেনিয়া, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের পর এবার ভারতের বিপক্ষে সিরিজ জয়। ভারত এ দেশের ক্রিকেটে যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তেমনি সে দেশের ক্রিকেটাররা বরাবরই বাংলাদেশের ক্রিকেটকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আসছিল। তবে ‍এবারের হারের পর অন্তত তাদের অহংকার কিছুটা হলেও কমবে।

এদিকে ভারতকে লজ্জায় ডুবিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্যাপক সাড়া পেয়েছে টাইগার ক্রিকেটাররা। উল্টো দিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বিতর্কিত ভাবে হারানোর পর ভারতকে দুয়োধ্বনি দিয়েছেন ক্রিকেট সমর্থকরা।

গৌরব শেঠি নামে এক সমর্থক টুইট করেছে, পাকিস্তানের পর ভারত বধ, বাংলাদেশের দ্বারা সবই সম্ভব। ’

বিশ্বকাপের বিতর্কিত ম্যাচ নিয়ে গায়ীত্রি রেড্ডি নামে এক সমর্থক লিখেছেন, ‘প্রিয় ইন্ডিয়া, বিশ্বকাপের সেই ‘নো’ বলটি আপনারা মেনে নেন। অন্যথায় আপনারা হোয়াইটওয়াশ এড়াতে পারবেন না। ’

আভিনাভ বিন্দ্রা লিখেছেন, ‘ক্রিকেট সব সময়ই দারুণ মুহূর্ত হয় যখন জয় আসে। সাবাশ বাংলাদেশ। ’

টাইগারদের সামনে অসহায় ভারতের সম্পর্কে মোহনদাশ মেনন লিখেছেন, ‘এ সিরিজে ভারতের পারফরম্যান্স খুবই খারাপ, যেখানে ফ্রি-হিট বলে বিরাট কোহলিকে ডিফেন্স পর্যন্ত করতে হচ্ছে। ’

ফ্রেডি উইডি লিখেছেন, ‘আগামী দশকে মাঠ ও মাঠের বাইরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ রাজত্ব করবে। ’

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।