ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির চিন্তা মাথায় রেখেই আগে বোলিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
বৃষ্টির চিন্তা মাথায় রেখেই আগে বোলিং ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগার ভক্তদের সামনে এখন বাংলাওয়াশের হাতছানি।

তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাঁচ নম্বর উইকেটে। এই উইকেটেই প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৩০৭ রান তুলে ভারতকে ৭৯ রানে হারিয়েছিল বাংলাদেশ।

তারপরও তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। কারণটা অন্য কিছু নয় ‘বৃষ্টি’। মিরপুরে বুধবার (২৪ জুন) বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় আগেই বোলিং বেছে নিয়েছে টাইগাররা। দুপুরের পর থেকেই মেঘের রাশিমালা ভর করে মিরপুরের আকাশে। তাইতো ওভারকাস্ট কন্ডিশন কাজে লাগিয়ে ভারতকে দ্রুত অলআউট করতে মাঠে নামছে বাংলাদেশ।

টস জিতে বোলিং নেয়া প্রসঙ্গে  ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকারকে এমনটাই জানিয়েছেন মাশরাফি।

মিরপুরের আকাশ মেঘে ঢেকে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বাড়ছে।  

আবহাওয়ার পূর্বাভাস বলছে, দুপুরের পর মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আর রাতে হতে পারে মুষলধারে বৃষ্টি। আর মধ্যরাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়ার পূর্বাভাস। এ মুহুর্তে মিরপুরের আকাশের ৯৪ শতাংশ মেঘে ঢেকে আছে।
 
বৃষ্টির বাধায় প্রথম ওয়ানডেতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। আর দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।  

তবে বৃষ্টির কথা মাথায় রেখেই ম্যাচের নির্ধারিত দিনের সঙ্গে রাখা হয়েছে রিজার্ভ-ডে।   সেক্ষেত্রে বৃষ্টির চোখ রাঙানিতে যদি কার্টেল ওভারেও ম্যাচ গড়ানো সম্ভব না হয় তাহলে আগামীকাল হবে তৃতীয় ওয়ানডে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।