ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তাসকিন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে পারেননি তাসকিন আহমেদ। আশঙ্কা করা হচ্ছে, এই ডানহাতি পেসারকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে পূর্নাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে আগামী ৩০ জুন ঢাকায় ‍পা রাখবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সিরিজে টাইগারদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

তবে, টি-টোয়েন্টি সিরিজে তাসকিন অনিশ্চিত। ৫ ও ৭ জুলাই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এক সাক্ষাৎকারে তাসকিন বলেন, ‘বোলিং করার সময় বাম পাশে কিছুটা সমস্যায় ভুগছি। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এমনটি হয়েছে। শেষ ম্যাচের আগে অনুশীলন করার সময় একই জায়গায় ইনজুরি আক্রান্ত হই। ফিজিও আমাকে এমআরআই করতে পাঠিয়েছে। তবে, সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই পুরোপুরি ফিট হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। ’

এই ডানহাতি পেসার আরও বলেন, ‘আশা করছি, ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মোমেন্টামটা দক্ষিণ আফ্রিকা সিরিজেও অব্যাহত থাকবে। দলের হয়ে আমি প্রতিনিয়তই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি। দল হিসেবে আমরা ক্রমান্বয়েই উন্নতি করছি। ’

উল্লেখ্য, ১০ জুলাই মিরপুরে গড়াবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। ১২ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

ওয়ানডে সিরিজ শেষে ২১-২৫ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ৩০ জুলাই থেকে ০৩ আগস্ট মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।