ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রাতে ঢাকা ছাড়ছে জুনিয়র টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
রাতে ঢাকা ছাড়ছে জুনিয়র টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: গেল এপ্রিল মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। এবার ফিরতি সিরিজে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।

এবারও সাত ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে জাপান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের যুবারা।

মূল সিরিজ শুরুর আগে ২ জুলাই চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভাল মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। সিরিজের প্রথম ওয়ানডে ৫ জুলাই ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত হবে। একই মাঠে ৭ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের বাকি পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ জুলাই।

প্রায় তিন সপ্তাহের সফর শেষে ২১ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলটি।

শনিবার (২৭ জুন) দুপুরে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে চার পেসারকে। অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদি হাসান মিরাজ আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান শান্ত।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল: জয়রাজ শেখ ইমন, মো: সাইফ হাসান, পিনাক ঘোষ, মো: জাকির হাসান, নাজমুল হাসান শান্ত (সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মো: সাইফ উদ্দিন, মো: শাহানুর রহমান, মোহাম্মদ আব্দুল হালিম, মো: মেহেদি হাসান,  রিফাত প্রধান, সঞ্জিত সাহা, শাওন গাজী, প্রসেনজিৎ দাস (উইকেটরক্ষক), মোসাব্বেক হোসেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘন্টা, ২৭ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।