ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতকে কাঁপিয়ে দিল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
ভারতকে কাঁপিয়ে দিল জিম্বাবুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: অল্পের জন্য বেঁচে গেল ভারত। শেষ বলে এলটন চিগুম্বুরা ছয় হাঁকাতে পারলেই অঘটনের শিকার হতো বাংলাদেশ সফরে বিধ্বস্ত হওয়া দলটি।

তবে শেষ বলে দুই রান নিলে চার রানে হার মানতে হয় জিম্বাবুয়েকে। তিন ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ভারতের করা ২৫৫ রানের জবাবে শেষ পর্যন্ত ২৫১ রান করে স্বাগতিকরা।

২৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক চিগুম্বুরার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের আভাস পাচ্ছিল জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ও গ্রায়েম ক্রেমারের সঙ্গে দারুণ জুটি গড়েন এ অলরাউন্ডার। ডানহাতি এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত আট চার ও এক ছয়ে ১০১ বলে ১০৪ রান করে ‍অপরাজিত থাকেন।

হারারে স্পোর্টস ক্লাবে এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আম্বাতি রাইডুর দ্বিতীয় সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে ভারত। রাইডু ১৩৩ বলে ১২ চার ও এক ছয়ে ১২৪ রানে অপরাজিত থাকেন। সফরকারীদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে স্টুয়ার্ট বিনির ব্যাট থেকে।

১২ জুলাই একই ভেন্যুতে দু’দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।