ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন ক্যাম্প শুরু টাইগারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
অনুশীলন ক্যাম্প শুরু টাইগারদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার (২৯ জুন) মিরপুর একাডেমির জিমনেসিয়ামে অনুশীলনের প্রথম দিন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে রিপোর্ট করেন টাইগার ক্রিকেটাররা।



দুপুর একটা থেকে শুরু হয় টাইগারদের জিম সেশন। সাব্বির-সৌম্য-নাসির-মুমিনুল-মুশফিকরা ফিটনেস অনুশীলন করেন।

প্রথম দিন অনুশীলনের ফাঁকে আড্ডাতেও মাতেন ক্রিকেটাররা। ভারত সিরিজের পর চার দিনের ছুটিতে ছিলেন টাইগাররা। অবসরের সময়টা যে যার মতো কাটিয়েছেন। নাসির হোসেন, সৌম্য সরকার ও লিটন কুমার দাস অবসর কাটিয়েছেন পরিবারের সঙ্গে, গ্রামের বাড়িতে। তাইতো চার দিন পর সতীর্থদের দেখা পেয়ে উচ্ছ্বসিত ছিলেন ক্রিকেটাররা।

জিম সেশন শেষ করে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমে টিম মিটিংয়ে অংশ নেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিকেলে মুমিনুল হকসহ কয়েকজন ক্রিকেটার ইনডোরের নেটে ব্যাটিং অনুশীলন করেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় দ্বিতীয় দিনের জিম সেশনে অংশ নেবে ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।