ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ্যাশেজের প্রথম ম্যাচে নেই হ্যারিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
অ্যাশেজের প্রথম ম্যাচে নেই হ্যারিস রায়ান হ্যারিস / ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। ইংল্যান্ড সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিনি ইনজুরি আক্রান্ত হন।



ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হবে ০৮ জুলাই থেকে। কার্ডিফ টেস্টে হ্যারিসের পরিবর্তে খেলবেন পিটার সিডল।

কেন্টের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচে ২৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্লার্ক-স্মিথরা। অজিরা প্রথম ইনিংসে আট উইকেটে ৫০৭ ও দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৩২২ রান করে ইনিংস ঘোষণা করে। কেন্ট নিজেদের প্রথম ইনিংসে ২৮০ ও দ্বিতীয় ইনিংসে ৫৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৯৪ রানে অলআউট হয়।

অজিদের হয়ে দুই ইনিংস মিলে চারটি উইকেট লাভ করেন হ্যারিস। বুধবার (০১ জুলাই) এসেক্সের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামে সফরকারীরা। ইনজুরির কারণে হ্যারিস এ ম্যাচে দলের বাইরে থাকেন।

অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান বলেন, ‘হ্যারিস দলের গুরুত্বপূর্ণ বোলার। তার অনুপস্থিতিতে মিচেল জনসন, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও স্পিনার নাথান লিওনকে নিযে বোলিং অ্যাটাক সাজানো হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।