ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জুবায়ের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জুবায়ের জুবায়ের হোসেন / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট ও দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন জুবায়ের হোসেন। তবে এই লেগ স্পিনারের এখনো টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটেনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়ে সেই অপেক্ষাতেই আছেন ১৯ বছর বয়সী এই ডানহাতি বোলার।

এ মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য বোলারদের মধ্যে জুবায়ের অন্যতম। গত মাসে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের পর সাকিব আল হাসান তো জুবায়েরকে এই ফরমেটে দলের সেরা বোলার হিসেবেই দাবি করেন। বৃষ্টিবিঘ্নিত ড্র হওয়া ম্যাচটিতে তিনি বিরাট কোহলি ও ঋদ্দিমান সাহার উইকেট লাভ করেন।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জুবায়ের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনো কোনো প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি। আমার মতে এই ফরমেটে লেগ স্পিনার বোলাররা কার্যকরী। আমিও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং আমার মধ্যে কোনো ভয় নেই। ফতুল্লায় ভারতের বিপক্ষে অনেক দিন পর মাঠে নামার সময়ও এ আত্মবিশ্বাসটা ছিল না। কিন্তু, দুই উইকেট লাভের পর নিজের প্রতি আস্থাটা বাড়ে। ’

উল্লেখ্য, রোববার (০৫ জুলাই) প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। ‌একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার দ্বিতীয় ও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।