ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাড়তি মনযোগ টাইগারদের

স্পোর্টস করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
ফিল্ডিংয়ে বাড়তি মনযোগ টাইগারদের ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এ ম্যাচকে সামনে রেখে শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

ম্যাচের আগের দিনটিতে অনুশীলনে ফিল্ডিংকেই বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগার শিবির।

প্রায় ১০ মাস পর জাতীয় দলে ডাক পাওয়া সোহাগ গাজী যোগ দিয়েছিলেন অনুশীলনে। এছাড়া স্কোয়াডের সকল ক্রিকেটারই ছিলেন অনশীলনে। মধ্যমাঠে এ দিন বেশ কিছুক্ষণ কিপিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। ম্যাচের আগে পুরোপুরি ফিট থাকলে গ্লাভস হাতে টি-টোয়েন্টি সিরিজে মুশফিককেই দেখা যেতে পারে উইকেটের পেছনে।
 
অনুশীনের শুরুতে ফুটবল খেলে ওয়ার্মআপ করেন ক্রিকেটাররা। এর পর ফিল্ডিং অনুশীলনের পর ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলন করে টাইগাররা। মাশরাফি-মুস্তাফিজ-রুবেলদের বলে ব্যাটিং করেছেন সাকিব-মুশফিক-সাব্বিররা। এছাড়া জুবায়ের হোসেন আরাফাত সানি, নাসির হোসেনরাও বোলিং করেছেন।

টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও আজ  অনুশীলন করেছেন তাসকিন আহমেদ। হিথ স্ট্রিকের অধীনে ছোট রান আপে বোলিং করেছেন তাসকিন। ইনজুরি কাটিয়ে ওয়ানডে সিরিজের আগেই ফিট হয়ে দলে ফিরতে চান এই পেসার।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।