ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার একাডেমি মাঠে বিজ্ঞাপনের শুটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
এবার একাডেমি মাঠে বিজ্ঞাপনের শুটিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় ক্রিকেট দলের স্পন্সর প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড এর বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এটা পুরনো খবর।

নতুন খবর হচ্ছে, সেই বিজ্ঞাপনটির জন্য দ্বিতীয়বারের মতো শুটিং চলছে মিরপুরে।

তবে এবার শের-ই-বাংলা স্টেডিয়ামে নয়;  বিসিবি একাডেমি মাঠে। আর তাতে এক এক করে অংশ নিচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সাকিব আল  হাসান ও তামিম ইকবালের শুটিং ধারণ করা সম্পন্ন হয়েছে। চলছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চিত্র ধারণ। এতে অংশ নেবেন আরো কয়েকজন ক্রিকেটার।
 
গেল ২ জুলাই মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সকল ক্রিকেটারদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর অবধি বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে পারেনি বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠানটি।

সেদিন ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায়ও জড়ায় শুটিং ইউনিটের কয়েকজন। এবার অবশ্য সে সম্ভাবনা নেই। কারণ একাডেমি মাঠে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে ক্রিকেটারদের বিজ্ঞাপনে অংশ নেওয়া ভালো চোখে দেখছেন না অনেকে। ক্রীড়া সাংবাদিকদের মাঝেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
 
বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এতে ক্রিকেটে বাংলাদেশের বদলে যাওয়া ও সাম্প্রতিক সাফল্যের চিত্র উঠে আসবে। অস্ট্রেলিয়া সিরিজের আগে বিজ্ঞাপনটি টেলিভিশনে প্রচার করা হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।