ঢাকা: দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশের যুবারা। চতুর্থ ওয়ানডেতে আট উইকেটের দাপুটে জয় নিয়ে সাত ম্যাচ সিরিজে ৩-১ এ লিড নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পিটারমারিটজবার্গের সিটি ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোটিয়া যুবারা। বাংলাদেশ যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রানের মাঝারি স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫৮ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ যুবারা। দলীয় ৩৩ রানে পিনাক ঘোষ (১৫) বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে ১২৪ রান যোগ করেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত।
সাইফ ব্যক্তিগত ৫৪ রানে ফিরলেও ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন শান্ত। অপর প্রান্তে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৯ রানে অপরাজিত থাকেন।
প্রোটিয়াদের হয়ে ব্রেন্ডন গ্লোভার ও উইয়ান মুল্ডার একটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ত্রিশ রানেই চার উইকেট হারিয়ে বসে প্রোটিয়া যুবারা। শেষ পর্যন্ত পুরো পঞ্চাশ ওভার খেলতে পারলেও তাদের রানের চাকাটা খুব বেশিদূর এগোয়নি। ওপেনার লিয়াম স্মিথের (৫৯) ফিফটি ও কাইল ভেরিন্নের অপরাজিত ৩৪ রানের কল্যাণে ১৭০ রান করতে সমর্থ হয় স্বাগতিকরা।
বাংলাদেশ যুবাদের হয়ে পেসার মোহাম্মদ সাইফুদ্দিন একাই চারটি উইকেট দখল করেন। রিফাত প্রধান, মেহেদী ও সঞ্জীত সাহা একটি করে উইকেট লাভ করেন। প্রোটিয়া ব্যাটসম্যান রিভাল্দো মুনসামি (০) ও মুল্ডার (১৩) রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দু’দলের মধ্যকার পঞ্চম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএম