ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ পর্যন্ত উইকেটে থাকাই ছিল লক্ষ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
শেষ পর্যন্ত উইকেটে থাকাই ছিল লক্ষ্য ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শতক বা অর্ধশতক নয়, উইকেটে থেকে শেষ পর্যন্ত খেলে যাওয়াই ছিল আমার লক্ষ্য। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তরুণ, মেধাবী, স্টাইলিশ টাইগার বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার।



তার অপরাজিত ৮৮ রানের ইনিংসে ভর করে রোববার (১২ জুলাই) সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নেয় টাইগাররা।

ওই ইনিংসে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে একাই ১৩টি চার হাঁকান সৌম্য। আর লেগ স্পিনার ইমরান তাহিরকে ওভার বাউন্ডারি মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

সাক্ষাৎকারে সৌম্য বলেন, প্রোটিয়া বোলাররা আমাকে বধে বাউন্সার ছুড়বে, এমন কথা আমার কানে এসেছিল। তবে আমি এর তোয়াক্কা করিনি। আমি তা খেলতে প্রস্তুত ছিলাম, এতে আউট হতেও প্রস্তুত ছিলাম।

যত দ্রুতগতির বল ছুড়ুক, যত বাউন্সারই করুক, আমি তা সানন্দে গ্রহণে প্রস্তুত ছিলাম, যোগ করেন সৌম্য।

পুরো ইনিংসে প্রোটিয়া বোলারদের এমন ১১টি ডেলিভারি সৌম্য মোকাবেল‍া করেন যা ছিল খুবই শর্ট বা খানিকটা কম-বেশি। ইনিংসের শুরুতে সেগুলো ছেড়ে দিলেও ব্যক্তিগত ৬০ রানের মাথায় রাবাদার বলকে পুল করে বাউন্ডারি তুলে নেন সৌম্য।

সৌম্য বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলার সময় দেখেছি ওভারে অন্তত একটি খারাপ বল হয়। যা থেকে কাঙ্ক্ষিত শট খেলা সম্ভব। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে রকম কোনো সম্ভাবনা নেই। তাই ভালো বল থেকে আমাকে শট বের করে নিতে হবে, মনকে স্থির করি।

তিনি বলেন, ৫০ বা ১০০ রান করা আমার লক্ষ্য ছিলনা। তবে আমি শেষ করতে চেয়েছি। শেষ পর্যন্ত উইকেটে থেকে জয় তুলে নেওয়া ছিল আমার লক্ষ্য।

আমি আমার মতো খেলতে চেয়েছিলাম। কিন্তু দ্রুত দুই উইকেট খোয়ানোয় পরিকল্পনায় পরিবর্তন আনি।    

এ সময় টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে রেকর্ড ১৩৫ রানের কথাও উল্লেখ করেন সৌম্য।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
জেডএস/

** অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ
** র‌্যাংকিংয়ে অবস্থান পোক্ত করলো বাংলাদেশ
** সৌম্য-রিয়াদের ব্যাটে উড়ে গেল প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।