ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। দুর্নীতি ও ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ দুটি দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের সুপ্রীম কোর্টের বিচারক প্যানেল।
২০১৩ সালের আইপিএল আসরে ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির খবরে পুরো ক্রিকেট বিশ্বে হইচই পড়ে যায়। চেন্নাই ও রাজস্থান এ অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিল। এর জের ধরেই তদন্তের জন্য একটি কমিশন গঠন করে সুপ্রীম কোর্ট। অবশেষে দু’বছর পর রায় ঘোষণার মধ্য দিয়ে এর নিষ্পত্তি ঘটলো।
মঙ্গলবার (১৪ জুলাই) সুপ্রীম কোর্ট কর্তৃক নিযুক্ত তিনজনের বিচারক প্যানেলের প্রধান রাজেন্দ্র মল লোডহা এ আদেশ দেন। এর ফলে আগামী দু’বছর চেন্নাই ও রাজস্থানের আইপিএলে অংশ নেওয়া হচ্ছে না। তবে এ সময়ের মধ্যে দল দুটি অন্য কোনো মালিকানার অধীনে টুর্নামেন্টে অংশ নিতে পারবে।
একই সঙ্গে চেন্নাইয়ের সাবেক টিম অফিসিয়াল ও বিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পনকে ক্রিকেটীয় সকল কর্মকান্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। রাজস্থানের সাবেক সহকারী মালিক রাজ কুন্দ্রাকেও একই শাস্তির আওতায় আনা হয়। তিনি বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী।
তিনজনের বিচারক প্যানেলের প্রধান লোডহা হচ্ছেন ভারতের সাবেক প্রধান বিচারপতি। আর অশোক ভান ও আর.বি. রবীন্দ্রন সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি ছিলেন।
দিল্লির ইন্ডিয়া হাবিতাত সেন্টারে বিচারক প্যানেলের প্রধান লোডহা শাস্তির বিবরণ পড়ে শোনান। এ সময় তিনি বলেন, মায়াপ্পন ও কুন্দ্রা শুধুমাত্র নিজেদের দলের জন্যই দুর্নাম বয়ে আনেননি, বিসিসিআই ও ভক্তদেরকেও খাটো করেছেন। ’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
আরএম