ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আগের সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা বললেন ইমরান তাহির।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।



সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রোটিয় স্পিনার ইমরান তাহির বলেন, শেষ ম্যাচে কি হয়েছে তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই।   সবকিছু ভুলে আমরা আবার নতুনভাবে শুরু করতে চাই।   গতকাল কী হয়েছে তা ভুলে যেতে চাই।   সবকিছু ভুলে গিয়ে চ্যালেঞ্জ নিতে আমরা প্রস্তুত।

‘দক্ষিণ আফ্রিকা লড়াই করতে ভালোবাসে।   আমরা আশাহত নই। ’

টাইগারদের নিয়ে তিনি বলেন, বাংলাদেশ দল ভালো খেলছে।   গত ম্যাচ জিতে তারা আমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।   যেকোন চ্যালেঞ্জ নিতে আমরা আগ্রহী।   কেননা আমাদের দলের সবাই ভালো খেলে। তাই জয় আমাদেরই হবে।

স্পিন সহায়ক উইকেট নিয়ে তিনি বলেন, বাংলাদেশের সব উইকেটই স্পিন সহায়ক।   কিন্তু এটা আমাদের জন্য কোন সমস্যা নয়।   কারণ আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশে সিরিজ খেলেছি।   তাই এ বিষয়টা আমাদের জন্য কোন সমস্যা হবে না।

কী পরিমাণ রান হলে আগামীকালের খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আড়াইশ’র কাছাকাছি রান করতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে।   আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

বুধবার বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামার আগে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিলেন প্রেটিয়ারা।   মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা অনুশীলন করেন হাশিম আমলারা।  

আগামীকাল ১৫ জুলাই (বুধবার) বিকেল তিনটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরে একই মাঠে ২১ জুলাই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে উভয় দল।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ঢাকার শের ই বাংলায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা আনে। এবারই প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে সমতা নিয়ে মাঠে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
বিপি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।