ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে এ পর্যন্ত সবগুলো হোম সিরিজে আমরা জয়ী হয়েছি।   তাই এবারের সুযোগটাও কাজে লাগাতে চাই।



মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।   বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচ নিয়ে এভাবেই বাংলাদেশ দলের পরিকল্পনার কথা তুলে ধরেন সাকিব আল হাসান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান।  

ম্যাচের গুরুত্ব সর্ম্পকে তিনি বলেন, সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।   ম্যাচ জেতার সাহস আমাদের আছে।   যেহেতু সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা এসেছে।   তাই তৃতীয় ওয়ান ডে ম্যাচের গুরুত্ব অনেক বেশি।   কারণ আমরা এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে কখনো সিরিজে হারাতে পারিনি।  

বাড়তি চাপ রয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, চাপ নেই।   পুরো দলের টিমওয়ার্ক নিয়ে ভালো খেলার চেষ্টা করবো। পুরো দলের ভালো পারফরমেন্সের ওপরই জয়ের সম্ভাবনা নির্ভর করবে।

‘ব্যাট-বল-ফিল্ডিং তিনটি বিভাগকেই ভালো করতে হবে।   তিনটি বিভাগের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সিরিজ জয় সম্ভব। ’

চট্টগ্রামের গরম আবহাওয়া ও ‘লাকি গ্রাউন্ড’ এর কারণে বাংলাদেশ দল বাড়তি সুবিধা পাবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আওহাওয়ায় খেলে অভ্যস্ত।   তারা মানসিকভাবেও বেশ চাঙা।   তবে আমাদের সব বিভাগ যদি ভালো করতে পারে তাহলে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারবো।

সংবাদ সম্মেলনের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল।  

আগামীকাল ১৫ জুলাই (বুধবার) বিকেল তিনটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পরে একই মাঠে ২১ জুলাই দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে উভয় দল।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ হারলেও ঢাকার শের ই বাংলায় অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ এ সমতা আনে।

এবারই প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজে সমতা নিয়ে মাঠে খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
বিপি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।