ঢাকা: রাজ্জাক-সাকিবের পর এবার মাশরাফিও ঢুকে পড়লেন ২০০ উইকেট ক্লাবে। পেসার হিসেবে এই প্রথম বাংলাদেশ দলের কোনো বোলার এ কৃতিত্ব অর্জন করলেন।
মাশরাফি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৫৭মত ম্যাচে ২০০ উইকেট লাভ করেন। আর তার দুইশতম শিকারে পরিণত হন ডেভিড মিলার। ২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে ২৬ রানের বিনিময়ে ৬ উইকেট তার ক্যারিয়ারের সেরা বোলিং।
বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ে নামে। খেলার ২৩ ওভারে ৭৮ রানে ৪ হারানোর পর বৃষ্টির কারণে প্রায় ৩ ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে খেলা আবারো শুরু হয়।
এর আগে নিজের ১৫৬তম ম্যাচে এসে ২০০ উইকেট অর্জন করেন সাকিব। ২০১১ সালে এই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন সাকিব।
তবে ২০০ উইকেট ক্লাবে প্রথম নাম লিখিয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচ খেলে ২৯.২৯ গড়ে রাজ্জাক নিয়েছেন ২০৭ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৫ উইকেট। ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে।
খেলা শুরুর আগে থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার ভক্তদের মধ্যে কমেন্টের ছোড়াছুড়ি চলছিল। কে আগে স্পর্শ করবে কাঙ্ক্ষিত মাইলফলক! সাকিব নাকি মাশরাফি? ভক্তদের কমেন্টের জোর সাকিবের দিকেই ছিল বেশি। আর শেষ পর্যন্ত তাই হলো। তবে তাদের আশা এই ম্যাচেই মাশরাফিও স্পর্শ করবে সেই মাইলফলক। ভক্তদের নিরাশ করেননি টাইগার দলপতি। দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যার মিলারকে ফেরত পাঠিয়ে ২০০ উইকেট পূণ্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএইচ