চট্টগ্রাম: চট্টগ্রামে গত দুইদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এর ফলে উইকেট অনেক আর্দ্র।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন।
তিনি বলেন, ‘আমি মনেকরি বৃষ্টির কারণে উইকেট আর্দ্র থাকবে। ফলে চতুর্থদিনের স্টোরি ভিন্ন হয়ে যেতে পারে। উইকেটের প্রভাব বেশি থাকবে। ’
সায়মন বলেন, ‘আমাদের অনেক আইডিয়া আছে। আগামীকাল কিভাবে বাংলাদেশ বোলারদের মোকাবেলা করে ব্যাটিং করবো সেটি আলোচনা করে সিদ্ধান্ত নিবো। কারণ আমাদেরকে প্রথম সেশনে ভালো রান তুলতে হবে। ’
এর আগে টাইগার উইকেটরক্ষক লিটন দাসও বলেছিলেন, ‘চতুর্থ দিনের প্রথম সেশনে আমরা দ্রুত দক্ষিণ আফ্রিকার উইকেট তুলে নিতে চেষ্টা করব। কারণ চট্টগ্রামের উইকেটটি অনেক স্লো। এখানে স্পিনাররা ভালো কিছু করতে পারবে। ’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩২৬। তৃতীয়দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৬১ রান। হাতে রয়েছে ১০ উইকেট।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস