ঢাকা: লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। ব্যাতিক্রম কিছু না হলে এ ম্যাচটি অজিরাই জিততে পারে।
প্রথম ইনিংসে অজিরা আট উইকেট হারিয়ে ৫৬৬ রানে ডিক্লেয়ার করে। তবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে ইংল্যান্ড। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩১২ রান করতে পারে স্বাগতিকরা।
ইংলিশদের হয়ে দারুণ ব্যাটিং করতে থাকা অধিনায়ক অ্যালিস্টার কুক ও বেন স্টোকস দু’জনেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন। কুক করেন ৯৬ রান। আর স্টোকসের ব্যাট থেকে আসে ৮৭ রান। এ দুই ব্যাটসম্যানকে আউট করেন শেন ওয়াটসনের পরিবর্তে এ টেস্টে দলে আসা অলরাউন্ডার মিচেল মার্শ।
প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থাকা অজিরা দ্বিতীয় ইনিংসেও ভালো ব্যাটিং করে। তবে ৪৯ রানে ব্যাটিংয়ে থাকা ওপেনার রজার্স বলের আঘাত পেয়ে রিটার্ড হাট হয়ে মাঠের বাইরে চলে যান। অন্য ওপেনার ডেভিড ওয়ার্নার ৮৩ রান করে মইন আলীর শিকার হন। এছাড়া প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান স্মিথ ৫৮ রানে মইনের বলে বোল্ড হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ২৩৯ রান করেছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক ও মার্শ।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এমএমএস