চট্টগ্রাম থেকে : দেশের মাটিতে টানা চার ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা। এছাড়া গত ছয় টেস্টের মধ্যে তিনটি জয়, দুইটি ড্র করার সাফল্যও রয়েছে বাংলাদেশের।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের একথা বলেন সফল এ কোচ।
হাথুরুসিংহে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা দলের পেসাররা খুব ভাল। তারা বিশ্বের সেরা তারকা খেলোয়াড়দের অন্যতম। তাদেরকে মোকাবেলা করা বড় চ্যালেঞ্জের বিষয়। তবে স্টেইনদের মোকোবেলার করার মতো খেলোয়াড় বাংলাদেশেরও আছে। তামিম, ইমরুল, মুমিনুলরাও শেষ টেস্টগুলোতে চমৎকার খেলেছে। তবে টেস্ট খেলা ওয়ানডে থেকে আলাদা। মাইন্ডসেট করে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে জয় আসবেই। ’
তিনি বলেন, ‘তামিম, সাকিব, ইমরুল,মুশফিকরা বিশ্বের যেকোন দলের জন্য হুমকি স্বরূপ। কারণ তারা ব্যাটিং এর মাধ্যমে ম্যাচের ফলাফল পরিবর্তন করতে সামর্থ্য রাখে। এছাড়া মুস্তাফিজ, রুবেল, তাইজুল, সাকিবের বোলিং অ্যাকশনও ভালো। প্রত্যেক নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের মধ্যে জয়ের আখাঙ্খা অনেক বেশি। আর আমরা ভালো কিছুর জন্য তাকিয়ে আছি। ’
টাইগার কোচ বলেন, ‘টানা বৃষ্টির কারণে কন্ডিশনটা পরিবর্তন হয়েছে। বর্তমান কন্ডিশন দক্ষিণ আফ্রিকার মতো আমাদের জন্য নতুন। উইকেটের কি অবস্থা সেটি দেখে আমরা দল গঠন করব। কারণ উইকেট ও কন্ডিশনের উপর সমন্বয় করে একাদশ ঠিক করা হবে। আর যেকোন কন্ডিশনে খেলতে ক্রিকেটাররা প্রস্তুত।
মুস্তাফিজের বোলিং টেস্টে বাড়তি সুবিধা দিবে উল্লেখ করে হাথুরুসিংহে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার স্পেশাল বোলিং আক্রমণের মতো আমাদের দলের স্পেশাল হচ্ছে মুস্তাফিজ। কারণ বাঁহাতি বোলার টেস্টে ভালো সুবিধা এনে দিতে পারে। এছাড়া মুস্তাফিজ খুব ট্যালেন্টেড। পিচ অনুযায়ী আমরা পেসারদেরকে গুরুত্ব দিবো। তবে আমাদের সামর্থ্যের জায়গা হচ্ছে স্পিনাররা। কারণ সাকিব, নাসির, রিয়াদরা ভালো বোলিং করে। ’
কোচ আরো যোগ করেন, ‘ব্যাটিংয়ে টপ অর্ডারদের গুরুত্ব অনেক বেশি। কারণ তারা ভাল কিছু করে দিতে পারলে প্রতিপক্ষের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। আর আমরা চাই প্রতিটি দিনেই প্রত্যেক খেলোয়াড় ভালো করুক। ’
টেস্ট ম্যাচকে বিগ মুমেন্ট উল্লেখ করে টাইগার কোচ হাথুরুসিংহে বলেন, ‘টেস্ট ইজ এ বিগ মোমেন্ট। এ মোমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে। তবে সব মোমেন্টে কামব্যাক করার ক্ষমতা টাইগাররা রাখে। তাই আমাদের জন্য মোমেন্ট এখন কোন বিষয় না। ’
শিষ্যদের সব বিভাগে সমন্বয়ের মাধ্যমে জয় উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আগামীকাল (২১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
বিপি/টিসি/এমএমএস