ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডের অনুপ্রেরণায় টেস্টে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ওয়ানডের অনুপ্রেরণায় টেস্টে বাংলাদেশ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট বারের সাক্ষাতে টাইগারদের জয় নেই একটিতেও। এরমধ্যে ৭ ম্যাচে রয়েছে ইনিংস পরাজয়ের ক্ষত।

টেস্টের রেকর্ড ঘেঁটে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া যাবে না আশাব‍াদী হওয়ার মতো কোনো তথ্য-উপাত্ত।

তবে মঙ্গলবার (২১ জুলাই) থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে নামতে যাচ্ছে ভিন্ন বাংলাদেশ। একদিনের ক্রিকেটে সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ফর্ম এবং ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হারানোর টাটকা স্মৃতিই টাইগারদের অনুপ্রেরণা যোগাচ্ছে এবার।

প্রোটিয়াদের বোলিংয়ের বিপক্ষে শেষ দুটি ওয়ানডে ম্যাচে দুরন্ত ব্যাটিং করে সৌম্য সরকার ভরসা যোগাচ্ছেন টাইগার শিবিরে। আর টেস্ট দলে আশার প্রতীক হয়ে তো আছেন ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’ খ্যাত মুমিনুল হক। একইসঙ্গে মুস্তাফিজুর রহমান ওয়ানডের মতো যদি টেস্টেও অভিষেক ম্যাচে চমকে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের তবে ভিন্ন ইতিহাস লেখা হতে পারে চট্টগ্রাম টেস্টে।

টাইগার শিবিরের এসব তরুণ তুর্কিরা হতে পারেন বাজির ঘোড়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমানে সমানে লড়াই করতে হলে ম্যাচে দায়িত্ব নিয়ে খেলতে হবে অভিজ্ঞ খেলোয়াড়দেরই। তামিম, ইমরুল, মাহমুদুল্লাহ, মুশফিক ও সাকিব- এই পাঁচ সিনিয়র ক্রিকেটারের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভাগ্য।

মুস্তাফিজুর রহমানের যদি অভিষেক হয়েই যায় তবে তার সঙ্গে বোলিং আক্রমণে রুবেল হোসেন না কি মোহাম্মদ শহীদ থাকবেন তাই নিয়ে চিন্তায় বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। অধিনায়ক মুশফিকুরের গ্লাভস এই টেস্টে চলে যাচ্ছে লিটন দাসের হাতে, অষ্টম ব্যাটসম্যান হিসেবেও তিনি কার্যকরী হবেন সেই প্রত্যাশাতেই তাকে টেস্ট দলে রাখা। স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে জায়গা পেতে লড়ছেন তাইজুল ইসলাম ও লেগস্পিনার জুবায়ের হোসেন।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে হাশিম আমলা, ফাফ ডুপ্লেসিস ও জেপি ডুমিনির ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে প্রোটিয়ারা। প্রোটিয়াদের ইনিংস উদ্বোধন করবেন দুই তরুণ ব্যাটসম্যান ডিন এলগার ও রেজা হেন্ড্রিকস। বোলিংয়ে যথারীতি ডেল স্টেইন ও মরনে মরকেল। সঙ্গে থাকবেন বিধ্বংসী ফিলান্ডার, যার ব্যাটিংও দলের জন্য বেশ প্রয়োজন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম/জুবায়ের হোসে, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/মোহাম্মদ শহীদ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: রেজা হেন্ড্রিকস, ডিন এলগার, ফাফ ডুপ্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার/অ্যারন ফাঙ্গিসো, মরনে মরকেল, ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।