ঢাকা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ভারত। আগামী বছরের ১১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে আটটি শহরের মাঠে খেলা হবে।
এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারী আনুরাগ ঠাকুর বলেন, ‘মর্যাদাপূর্ন এ আসরটি স্বাগতিক হতে পেরে বিসিসিআই গর্বিত। নির্বাচিত হওয়া প্রত্যেকটি ভেন্যুতেই ম্যাচ আয়োজন করা হবে। আমরা সমর্থকদের কাছে এ আয়োজনটি স্মরণীয় করে রাখতে চাই। ’
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপটি হবে এ ফরম্যাটের ষষ্ঠ আসর। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ আয়োজন করেছিল।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস