ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাঁচ বছর পর ফের...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
পাঁচ বছর পর ফের... ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানের প্রত্যেকেই ৩০ রানের কোটা পেরোলেও কেউ অর্ধশতক ছুঁতে পারেননি। তাইজুল, সাকিব ও মাহমুদুল্লাহ’র ঘূর্ণি জাদুতে প্রোটিয়াদের প্রথম তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয় কাঙ্ক্ষিত অর্ধশতকের দেখা না পেয়েই।



প্রথম তিন ব্যাটসম্যান ত্রিশের কোটা পেরুনোর পরেও কারো অর্ধশতক ছুঁতে না পারার এমন ঘটনা এর আগে প্রোটিয়াদের একবারই ঘটেছে। পাঁচ বছর আগে ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যান ৩০ রানের কোটা পেরিয়েও কেউই অর্ধশতক তুলে নিতে পারেননি।

প্রোটিয়‍াদের উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও ভ্যান জিল ৪৭ এবং ৩৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর ওয়ানডাউনে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসও ৪৮ রান করে সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
 
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি ফাস্টবোলার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।