ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, জুলাই ২২, ২০১৫
পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৬ সদস্যের এ দলে অধিনায়ক হিসেবে থাকছেন শহীদ আফ্রিদি।



লঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩০ জুলাই মাঠে নামবে। আর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি একই ভেন্যুতে ১ আগস্ট অনুষ্ঠিত হবে।

১৬ সদস্যের দলে রাখা হয়েছে ওয়াহাব রিয়াজকে। তবে, চোট থেকে সম্পূর্ণ সেরে না উঠলে তার জায়গায় খেলবেন উঠতি তারকা জিয়াউল হক।

দল ঘোষণার পর পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ বলেন, ওয়াহাব রিয়াজ ফিটনেস টেস্ট টপকাতে না পারলে তার জায়গায় নেওয়া হতে পারে জিয়াকে। সে ঘরোয়া ক্রিকেটে দারুণ বল করেছে।

পাকিস্তান স্কোয়াড: শহীদ আফ্রিদি (অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, নোওমান আনোয়ার, মুক্তার আহমেদ, উমর আকমল, সোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, সোহেল তানভির, আনোয়ার আলি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ ও জিয়াউল হক।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২২ জুলাই ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ