ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৫০ রানের টার্গেট চায় টাইগাররা

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
১৫০ রানের টার্গেট চায় টাইগাররা ছবি : উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের ইতিহাসটা সুখকর নয় বাংলাদেশের। আট টেস্টের মধ্যে সাতটিতেই ইনিংস পরাজয়ের রেকর্ড আছে টাইগারদের।

তবে ওয়ানডে সিরিজে ২-১ এ সিরিজ জেতার পর বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা।   এছাড়া চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

ওয়ানডের মতো টেস্ট ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ইতিহাস গড়তে চায় টাইগাররা। আর এজন্য দ্বিতীয় ইনিংস শেষে ১৫০ রানের টার্গেট চায় মুশফিক বাহিনী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তৃতীয় দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগার উইকেটরক্ষক লিটন দাস বলেন, ‘চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার উইকেট দ্রুত তুলে নেওয়া হবে আমাদের প্রধান লক্ষ্য। আর টার্গেট ১৫০ রান হলে আমাদের জন্য ভালো হয়।   কারণ এ উইকেটে রান তোলা খুব কঠিন কাজ। ’

তিনি বলেন, ‘আমি যখন উইকেট কিপিং করি তখন আমার মন প্রাণ থাকে উইকেট কিপিংয়ে। আর যখন ব্যাটিং করি তখন নিজের সর্বোচ্চটা দিয়ে ব্যাটিং করার চেষ্টা করি। প্রথম থেকে সর্তকতার সঙ্গে ব্যাটিং করেছিলাম। লক্ষ্য ছিল লিডটা বৃদ্ধি করা।   আমার ৫০ রান দলের জন্য হেলফফুল। ’ 

লিটন বলেন, ‘আজকে আমার টার্গেটটা একটু বড় ছিল। দলে মেইন ব্যাটসম্যানদের মধ্যে আমিও একজন ছিলাম। যতটুকু খেলছি খুব ভাল একটি ইনিংস ছিল আমার। আমার টার্গেটা ছিল যতক্ষণ পর্যন্ত বোলাদের নিয়ে খেলা যায়। তবে আমার ইনিংসটা আরো দীর্ঘ হলে ভালো হতো। ’

ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করার পর আউট হয়ে গেলেন। এ আউটে আপনার কোন ভুল ছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় কোন না কোন ভুলের কারণে আউট হয়। আজকে আমারও কোন ভুল ছিল। তাই আউট হয়েছি। তবে আরো বেশি সর্তক থাকা উচিত ছিল। ’

১০১ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের দেখা পান দিনাজপুরের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। তবে, এরপরই হারমারের তৃতীয় শিকারে উইকেটের পেছনে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি হয়ে ফেরেন লিটন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩২৬। আর তৃতীয় দিন শেষে  দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। টাইগাররা এখনও ১৭ রানে এগিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ২৩,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।