ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

অনেক কিছু শেখার ছিল, বঞ্চিত হলাম: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, আগস্ট ৩, ২০১৫
অনেক কিছু শেখার ছিল, বঞ্চিত হলাম: মুশফিক ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চট্টগ্রামের পর ঢাকা টেস্টও বৃষ্টির কারণে ড্র হয়েছে। চট্টগ্রামে খেলা হয়েছিল পাঁচদিনের ম্যাচের প্রথম তিন দিন।

আর ঢাকায় কেবল প্রথম দিন। বাকী দিনগুলো ভেসে গেছে বৃষ্টিতে। পুরো ম্যাচটা খেলতে না পারায় আফসোস ঝড়লো টাইগার দলপতি মুশফিকুর রহিমের কন্ঠে। প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্ট নষ্ট হওয়াতে স্বাভাবিকভাবে বেশি হতাশ মুশফিক।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘টেস্ট ম্যাচটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। হারা- জেতা পরের ব্যাপার। টেস্টের সেরা দলের সঙ্গে খেলে অনেক কিছু শেখার ছিল, বঞ্চিত হলাম। ’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে আট উইকেটে করেছিল ২৪৬ রান। দুটি টেস্ট মিলে হয়েছে কেবল তিনটি ইনিংস।

মুশফিক মনে করেন এতেই ভালো অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার দল। আর এ অভিজ্ঞতাই কাজে লাগাতে চান আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে, ‘মিরপুরে ২৪৬ রান তাদের (দক্ষিণ আফ্রিকা) কঠিন হতে পারতো, অন্য উইকেটে এটিই ৩৫০ রানের মতো। উইকেটে খেলা সহজ ছিল না। আমি অনেকক্ষণ উইকেটে ছিলাম। অনেক কষ্ট করে রান করতে হয়েছে। আমাদের আত্মবিশ্বাস রয়েছে। আশা করি অস্ট্রেলিয়া সিরিজে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো। ’

২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ‍ক্রিকেট দল। চট্টগ্রাম ও ঢাকায় হবে ম্যাচ দুটি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।