ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলি, আমলা, কুকের উপরে মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
কোহলি, আমলা, কুকের উপরে মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ব্রিটিশ পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ এর সেরা টেস্ট অধিনায়ক নির্বাচনে শীর্ষ চারে রয়েছেন টাইগারদের সাদা পোশাকের দলপতি মুশফিকুর রহিম। এ তালিকায় শীর্ষস্থানে জায়গা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক।



‘দ্য টেলিগ্রাফ’ এর মতে, পূর্বে বাংলাদেশ মাঠে নামার আগেই হেরে যেতো। তবে, মুশফিক দায়িত্ব নেওয়ার পর থেকে দলটির পরিবর্তন চোখে পড়ার মতো। মুশফিক নিজেও একজন লড়াকু উইকেরক্ষক। তার সতীর্থরা এখন জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে। আর জয় নিয়েই মাঠ ছাড়ার মতো পরিস্থিতি গড়ে তোলে।

‘দ্য টেলিগ্রাফ’ আরও জানায়, ‘বাংলাদেশ দ্রুততম সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অন্য দলগুলোর থেকেও নিজেদের সেরা করে তুলেছে। নিজেদের মাটিতে তারা বেশ কঠিন একটি দল। তাদের মাটিতে প্রতিপক্ষের জয় পাওয়াটা সহজ নয়। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ নিজেদের মাটিতে শেষ ১২ ম্যাচের মাত্র দু’টিতে হেরেছে। এবার তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ কে? অস্ট্রেলিয়। ’

এভাবেই ‘দ্য টেলিগ্রাফ’ মুশফিক আর তার দলকে প্রশংসায় ভাসিয়েছে।

মুশফিকের সামনে টেস্ট অধিনায়কের ৠাংকিংয়ে ‘দ্য টেলিগ্রাফ’ এর মতে রয়েছেন তিনজন। শীর্ষে থাকা পাকিস্তান দলপতি মিসবাহর পরে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। তিন নম্বরে জায়গা পেয়ে মুশফিকের সামনে অবস্থান করছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। মুশফিকের পরে রয়েছেন অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলপতি অ্যালিস্টার কুক, দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা এবং সাত নম্বরে রয়েছেন টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক বিরাট কোহলি।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।