ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

শচীনের পর সাঙ্গার প্রশংসায় কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, আগস্ট ১৯, ২০১৫
শচীনের পর সাঙ্গার প্রশংসায় কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে কুমার সাঙ্গাকারার অবসর নেওয়ার ক্ষণটি ক্রমেই ঘনিয়ে আসছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার গুণকীর্তন।

ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের চোখে সাঙ্গকারা একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। এবার শচীনের স্বদেশী বিরাটা কোহলিও শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াসের প্রশংসায় মাতলেন।

ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন ৩৭ বছর বয়সী সাঙ্গাকারা। বৃহস্পতিবার (২০ আগস্ট) কলম্বোর পি সারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। গল টেস্টে ৬৩ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে লঙ্কানরা।

এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘ক্রিকেটার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও সাঙ্গাকারা অসাধারণ। তার ব্যাটিং দক্ষতা ও প্রতিভা তুলনাহীন। বিশ্বের সব জায়গায় তিনি ব্যাটিংয়ে ধারাবাহিক ছিলেন। আমি খুবই আনন্দিত যে, এমন একজন ক্রিকেটার আমাদের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। সত্যিই একজন কিংবদন্তি অবসর নিতে যাচ্ছে। তরুণ দল হিসেবে তাকে সম্মান জানানোটা সম্মানের ব্যাপার। আশা করছি, কলম্বোয় তিনি খুব বেশি রান করতে পারবেন না। তবে তার ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইলো। ’

অন্যদিকে, টিম ইন্ডিয়ার পরিচালক রবি শাস্ত্রীও সাঙ্গাকারাকে প্রশংসায় ভাসিয়েছেন। ‘ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের মধ্যে সাঙ্গাকারা অন্যতম। সে সব সময়ই এ কাতারে থাকবে। দীর্ঘ সময় ধরে ব্যাটিং করার ক্ষেত্রে তার তুলনা নেই।   লঙ্কান ক্রিকেটে সাঙ্গাকারা ছাড়াও মাহেলা জয়াবর্ধনের অবদান অপরিসীম। ’

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।