ঢাকা: গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন আম্পায়াররা। অক্টোবরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই ডানহাতি অফ-স্পিনার।
এক সময়ের অপরিহার্য এই স্পিনারকে ছাড়াই বিশ্বকাপ, ঘরের মাঠে পাকিস্তান ও ভারত সিরিজে অংশ নেয় বাংলাদেশ।
দু:সময় কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরেন গাজী। এক ম্যাচ খেলা গাজী আহামরি কিছু করতে না পারায় আবারও আলোচনার বাইরে চলে যান। কেন দলে ফিরতে পারছেন না গাজী, এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোহাজ গাজী প্রসঙ্গে নান্নু বলেন, ‘গাজীকে টি-২০ ম্যাচে দেখেছিলাম। ওর ফিটনেসের একটু ঘাটতি আছে। ফিটনেসের উন্নতি করে ঘরোয়া ক্রিকেটে ভাল খেললে তাকে অবশ্যই দলে সুযোগ দেওয়া হবে। ’
আগামী নভেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-২০ লিগ নিয়ে নান্নু বলেন, ‘ঘরোয়া ক্রিকেট শুরু হলেই খেলোয়াড়রা আবার খেলায় ফিরে আসবে। আর টি-২০ বিশ্বকাপ মাথায় রেখেই মূলত বিপিএলটা নভেম্বরে শুরু হচ্ছে। আমার মনে হয় খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ পাবেন। ’
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এসকে/এমএমএস