ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিরের সঙ্গে ফিরছেন বাট, আসিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আমিরের সঙ্গে ফিরছেন বাট, আসিফ ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় দিন গুনছেন মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। আগ‍ামী ০১ সেপ্টেম্বর মধ্য রাতে তাদের পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে।

পরদিন থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলতে আর বাধা থাকবে না।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই নিশ্চিত করেছে।

অবশ্য, এ বছরের জানুয়ারিতে ঘরোয়া ক্রিকেটে ফিরতে আইসিসির অনুমতি পান আমির। ক্রিকেট ফিরেই যেন পুরনো ছন্দে হাজির হন ২৩ বছর বয়সী এ বাঁহাতি পেসার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনেক কর্মকর্তাই প্রতিভাবান এ পেসারের প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী।

অচিরেই হয়তো জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন ১৪ টেস্ট, ১৫ ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলা আমির। তবে বাট ও আসিফ জাতীয় দলে নিজেদের অবস্থান ফিরে পাবেন কিনা তা মোটেই নিশ্চিত নয়। বয়সটাও তাদের পক্ষে নেই। ৩২-এ পা রাখা আসিফের ফিটনেসের দিকটাও প্রশ্নবিদ্ধ। অন্যদিকে, মাস দুয়েক পর ত্রিশ পেরিয়ে ৩১-এ পা রাখবেন বাট।

২০১০ সালের আগস্টে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাট, আসিফ ও আমিরকে বিভিন্ন মেয়াদে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। ওই বছরের ০২ সেপ্টেম্বর জারি করা আদেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তরুণ বোলার আমির। আসিফকে সাত বছর ও তৎকালীন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাটকে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তীতে বাট ও আসিফের সাজার মেয়াদও পাঁচ বছরে উন্নীত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।