ঢাকা: জাতীয় দলে থিতু হওয়ার স্বপ্ন এখনও দেখেন স্পিনার সোহাগ গাজী। সেই স্বপ্নকে সত্যি করার প্ল্যাটফর্ম পেয়েছেন এক সময়কার বাংলাদেশ দলের অপরিহার্য এই অফস্পিনার।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দলে গাজীর জায়গা পাওয়ার সম্ভাবনা কম হলেও ‘এ’ দলে জায়গা পাওয়ার সম্ভাবনায় এগিয়ে থাকছেন এই ডানহাতি অফস্পিনার। সেপ্টেম্বরে ৪৫ দিনের সফরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে যাওয়ার সম্ভাবনা রযেছে ‘এ’ দলের।
বাস্তবতা মেনে নিয়ে গাজী বলেছেন, বাংলাদেশ এখন এতোটাই ভালো খেলছে যে, দলে খুব বেশি পরিবর্তন আসার সম্ভাবনা কম। আমি চেষ্টা করবো জাতীয় দলের বাইরে থেকে চেষ্টা করে নিজেকে আন্তর্জাতিক মানে উন্নীত করার। এই ক্যাম্প আমাকে অনেক সহায়তা করবে। বাংলাদেশ এখন এতোটাই ভালো ক্রিকেট খেলছে যে, দলে জায়গা পাওয়া অনেক কঠিন। দল এখন আর কোনো নির্দিষ্ট একজনের উপর ভরসা করে না। সবাই দারুণ পারফর্ম করছে। এখন যতো পরিশ্রম করতে পারবো, দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ততো বেড়ে যাবে। ’
গতকাল (১৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সোহাগ গাজীর প্রসঙ্গে বলেন, ওর ফিটনেসে ঘাটতি আছে। ফিটনেসের উন্নতি করে ঘরোয়া ক্রিকেটে ভাল খেললে তাকে অবশ্যই দলে সুযোগ দেওয়া হবে। ’ নান্নুর মন্তব্য শুনে গাজী বলেন, ‘নির্বাচকরা যেহেতু বলেছেন আমার ফিটনেসে সমস্যা আছে, সেহেতু সমস্যা নিশ্চয়ই আছে। আমি এই ক্যাম্পে থাকতে পারার সুযোগটা কাজে লাগাবো। প্রমাণ করবো যে, আমি এখনো ফিট আছি। শেষ হয়ে যাইনি। '
উল্লেখ্য, গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সোহাগ গাজীর বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলেন আম্পায়াররা। অক্টোবরে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এই ডানহাতি অফ-স্পিনার। এ বছরের ফেব্রুয়ারিতে ভারতের চেন্নাইয়ে বোলিং পরীক্ষা দিয়ে আবারও বৈধতা ফিরে পান গাজী। তবে সহসাই জাতীয় দলে ফেরা হয়নি তার। দুঃসময় কাটিয়ে জুলাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফেরেন গাজী। এক ম্যাচ খেলা গাজী আহামরি কিছু করতে না পারায় আবারও আলোচনার বাইরে চলে যান।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এসকে/এমআর