ঢাকা: টেলিভিশনে নিজ দেশের খেলা দেখতে না পেয়ে বেশ হতাশ নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিমীত ওভারের সিরিজে দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচ ওয়ানডের প্রথম ম্যাচটি দেখতে পারেনি তাসমানিয়া পাড়ের দেশটি।
এই সিরিজে খেলাগুলো সরাসরি দেখানোর কাজ করছে সুপার স্পোর্টস। তবে টিভিস্বত্ব প্রচারে সমস্যা থাকায় কোন ম্যাচই দেখতে পারছে না নিউজিল্যান্ডে বসবাসরত সমর্থকরা। আর এ ব্যাপারে কিউই ব্যাটিং কোচ ম্যাকমিলান এর আগে হতাশার কথা জানিয়েছেন।
এদিকে দ্বিতীয় ও শেষ ওয়ানডে যাতে নিউজিল্যান্ডের জনগন সরাসরি খেলা দেখ পায় তার ব্যবস্থা করেছে খোদ সিএসএ। সংস্থাটির ওয়েবসাইটে(www.cricket.co.za)সরাসরি দেখা যাবে ম্যাচগুলো। তবে শুধুমাত্র নিউজিল্যান্ডের দর্শকরা ম্যাচগুলো বিনামূল্যে দেখতে পারবে।
২৩ আগস্ট পোচেফাস্ট্রম ও ২৬ আগস্ট ডারবানে দ্বিতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে ১-০তে লিড নিয়েছে প্রোটিয়ারা। এর আগে দু’ম্যাচের টি-২০ সিরিজে একটি করে ম্যাচ জিতে ট্রফি ভাগ করে নেয় দু’দল।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এমএমএস