ঢাকা: অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষেও বিপর্যয়ে ইংল্যান্ড আর চালকের আসনে যথারীতি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৮১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানেই ইংলিশরা গুটিয়ে যায়।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। ৪৮.৪ ওভার খেলে সবক’টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৪৯ রান। দলীয় ৯২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা ইংলিশদের কিছুটা টেনে তোলার চেষ্টা করেন মঈন আলি আর মার্ক উড। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে মঈন আলির ব্যাট থেকে। ২২ রান আসে দলপতি অ্যালিস্টার কুকের ব্যাট থেকে। আরেক ওপেনার অ্যাডাম লিথের ব্যাট থেকে ১৯ রান আসে। মার্ক উড করেন ২৪ রান।
অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল মার্শ আর মিচেল জনসন। এছাড়া দুটি করে উইকেট তুলে নেন নাথান লিওন এবং পিটার সিডল।
ফলোঅন এড়াতে না পারলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। তবে, ঘুরে দাঁড়ানো প্রত্যয়ে নামা ইংল্যান্ড দলীয় ১৪০ রানের মাথায় টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায়। তৃতীয় দিন ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে স্বাগতিকরা।
ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক ২৩৪ বলে ১১টি চারে ৮৫ রানের অনবদ্য একটি ইনিংস সাজিয়ে বিদায় নেন। আরেক ওপেনার লিথ করেন ১০ রান। এছাড়া ইয়ান বেল ১৩, জো রুট ১১, বেয়ারস্টো ২৬ রান করেছেন। দিন শেষে অপরাজিত রয়েছেন ৩৩ রান করা জোস বাটলার।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা অজিদের হয়ে ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম ইনিংসে মাইকেল ক্লার্ক করেন ১৫ রান। স্টিভেন স্মিথ করেন সর্বোচ্চ ১৪৩ রান। এছাড়া ওপেনার ডেভিড ওয়ার্নার খেলেন ৮৫ রানের ইনিংস। অ্যাডাম ভোজেস ৭৬ আর স্টার্ক করেন ৫৮ রান। ৪৮১ রানে অলআউট হয় অজিরা।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টিফেন ফিন, বেন স্টোকস আর মঈন আলি।
এ ম্যাচটি হাতে রেখে পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ৩-১ এ এগিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর