ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে মাফিয়া ডন, খেলবে না ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
পাকিস্তানে মাফিয়া ডন, খেলবে না ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে কোন রকম ক্রিকেটীয় সম্পর্ক থাকবে না, যতদিন পর্যন্ত তারা দাউদ ইব্রাহিমের মত মাফিয়া ডনকে আশ্রয় দেবে। এমনটিই জানালেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব অনুরাগ ঠাকুর।

তিনি আরো বলেন, পাকিস্তানকে অবশ্যই বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনা বন্ধ করতে হবে।

নিজের টুইটার অ্যাকাউন্টে অনুরাগ লেখেন, ‘দাউদ এখন করাচিতে। জাতীয় নিরাপত্তা উপেদেষ্টা (এনএসএ) চায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা করতে। আসলেই কি তারা শান্তি চায়। আর এ অবস্থায় তাদের সঙ্গে ক্রিকেট খেলার ব্যাপারে কোন প্রশ্নই ওঠে না। ’

এর আগে চলতি বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানে বিপক্ষে খেলতে নিজেদের সম্মতি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তবে অনুরাগের কথায় পরিষ্কার হলো দু’দেশের আন্তঃসীমান্ত সন্ত্রাস যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন কোন ক্রিকেট হবে না।

উল্লেখ্য, ভারত আর পাকিস্তান সর্বশেষ ২০০৭ সালে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। আর ২০১২ সালে শেষবারের মত ওয়ানডে সিরিজ খেলেছিল। এছাড়া এশিয়া কাপের আসর এবং ২০১৫’র বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।