ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গার বিদায়ী টেস্টে চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
সাঙ্গার বিদায়ী টেস্টে চালকের আসনে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে অনেকটা সুবিধাজনক স্থানে রয়েছে সফরকারী ভারত। শ্রীলঙ্কাকে ৪১৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দিলে স্বাগতিকরা দিন শেষে দুই উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে।

কুমার সাঙ্গাকারার বিদায়ী ম্যাচে হাতে আট উইকেট নিয়ে আর ৩৪১ রানে পিছিয়ে থেকে ম্যাচের পঞ্চম ও শেষ দিন মাঠে নামবে লঙ্কানরা।

প্রথম ইনিংসে ভারতের করা ৩৯৩ রানের জবাবে শ্রীলঙ্কা করে ৩০৬ রান। ৮৭ রানে এগিয়ে থেকে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন আজিঙ্কা রাহানে। ২৪৩ বলে রাহানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চারের সাহায্যে। এছাড়া ওপেনার মুরালি বিজয় খেলেন ৮২ রানের ইনিংস। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ২, বিরাট কোহলি ১০, রোহিত শর্মা ৩৪, স্টুয়ার্ট বিনি ১৭, সাহা ১৩, অশ্বিন ১৯ আর অমিত মিশ্র ১০ রান করেন।

লঙ্কানদের হয়ে ৪টি করে উইকেট তুলে নেন ধামিক্কা প্রসাদ এবং থারিন্ডু কুশল।

৪১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেনি স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় অশ্বিনের বলে বিনির তালুবন্দি হয়ে ফেরেন ওপেনার কুশল সিলভা। আর দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে বিদায়ী টেস্টে বিদায় নেন কুমার সাঙ্গাকারা। প্রথম ইনিংসে লঙ্কান এ গ্রেটের ব্যাট থেকে আসে ৩২ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ও ক্যারিয়ারের শেষ ইনিংসে অশ্বিনের বলে আউট হন সাঙ্গা।

চতুর্থ দিন শেষে করুনারত্নে ২৫ আর অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।