ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন বিজয়, সাহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ইনজুরিতে ছিটকে গেলেন বিজয়, সাহা মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহা (ছবি: সংগৃহীত)

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না ঋদ্ধিমান সাহা ও মুরালি বিজয়। সাহার পরিবর্তে খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নোমান ওঝা।

ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও ওঝার এখনো টেস্ট খেলা হয়নি। আর বিজয়ের জায়গায় করুণ নাইয়ারের ভারতের হয়ে অভিষেক ঘটবে।

পি সারা ওভালে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাহা। পরে দলীয় ৩১১ রানের মাথায় সপ্তম উইকেটের পতন হলে আবারো তিনি উইকেটে নামেন। ১৪ রান যোগ হতেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত থাকেন সাহা।

অন্যদিকে, ইনজুরির কারণে গল টেস্টে খেলতে পারেননি বিজয়। তবে দ্বিতীয় টেস্টেই তিনি দলে ফেরেন। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান। কিন্তু, ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি তাকে শেষ টেস্টের দল থেকেই ছিটকে দিয়েছে।

ক’দিন আগেই ভারতের ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত শতক হাঁকান নায়ার। চারদিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটি ড্র হয়। এছাড়াও এ বছর রঞ্জি ট্রফির ফাইনালে ত্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন নায়ার। এরই সুবাদে ২৩ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের ভারতের মূল দলে অভিষেক হতে যাচ্ছে।

কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ২৮ আগস্ট দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।