ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএল নিয়ে বিপাকে পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
পিএসএল নিয়ে বিপাকে পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিপর্যয় যেন কাটছেই না। ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে জল ঘোলা করে এমনিতেই বিপাকে রয়েছে পিসিবি।

দেশটি সফরে যেতে চাইছে না কোনো আন্তর্জাতিক দল। এবার নিজেদের মধ্যে টুর্নামেন্ট নিয়েও বিপাকে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

আগামী বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য স্পন্সর পাচ্ছে না পিসিবি। এছাড়া অংশ নেওয়া দলগুলোও পাচ্ছে না বড় কোনো স্পন্সর প্রতিষ্ঠান।

১৫টি দল নিয়ে সাজানো এ টুর্নামেন্টের জন্য মাত্র ছয়টি স্পন্সর প্রতিষ্ঠান তাদের আগ্রহের কথা জানিয়েছে। পিসিবি তাদের প্রত্যাশা মতো প্রতিষ্ঠানগুলোকে প্রতিটি দলের জন্য ২০ মিলিয়ন রুপি খরচের প্রস্তাব দেয়। তবে, কোনো প্রতিষ্ঠানই প্রতিটি দলের পেছনে ২০ মিলিয়ন রুপি খরচ করতে আগ্রহ দেখায়নি। একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০.৭৫ মিলিয়ন রুপি খরচ করতে আগ্রহ দেখায়।

এদিকে, পিসিবি থেকে জানানো হয়, টুর্নামেন্ট শুরুর আগে লাহোর, করাচি, ফয়সালাবাদ আর শিয়ালকোটের মতো দলগুলোর জন্য স্পন্সর প্রতিষ্ঠানগুলো প্রায় ৪০ মিলিয়ন রুপি খরচ করবে।

২০১২ সালের পর থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আয়োজন করতে চাইলেই বারবার পিসিবি ব্যর্থ হয়। প্রথমবারের মতো ২০১৬ সালে এর আয়োজন করতে গিয়ে এবারও শঙ্কায় রয়েছে তারা। এছাড়া রয়েছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সমস্যা, ভেন্যু সমস্যা আর নিরাপত্তার সমস্যা।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।