ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ইংল্যান্ডের জরিমানা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজ নিশ্চিত হলেও ওভাল টেস্টে ‍অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৪৬ রানে হারের লজ্জা পায় স্বাগতিক ইংল্যান্ড। এবার স্লো ওভার রেটের কারণে ইংলিশদের ওপর জরিমান আরোপ করা হয়েছে।



ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে নির্ধারিত লক্ষ্যের চেয়ে দুই ওভার করে কম করায় আইসিসির কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করে ইংল্যান্ড। আর্টিক্যাল ২.৫.১ অনুযায়ী ছোটখাট ওভার রেটের অপরাধের কারণে দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ১০ শতাংশ ও অধিনায়ককে এর দ্বিগুন হারে জরিমানা করা হয়।

তবে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুককে ম্যাচ  ফি’র ৪০ শতাংশ জরিমানা করেছে ম্যাচ রেফারি জেফ ক্রো। তাই দলের অন্যান্য খেলোয়াড়দের ২০ শতাংশ হারে কর্তন করা হবে।

কুক অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হবে না।

উল্লেখ্য, ৩১ আগস্ট কার্ডিফে ইংলিশদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে অজিরা। আর সাউদাম্পটনে ০৩ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে।

টেস্ট সিরিজটি ৩-২ ব্যবধানে হেরে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা কী সীমিত ওভারের সিরিজে ঘুরে দাঁড়াতে পারবে? নাকি একরাশ হতাশা নিয়েই দেশে ফিরবেন স্মিথ-ওয়ার্নাররা!

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।