ঢাকা: দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বিদায়ের দিনই তিনি পেয়েছেন অন্যরকম একটি প্রস্তাব।
পি সারা ওভাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানান সাঙ্গা। তারকা এ ব্যাটসম্যানকে বিদায় জানাতে মাঠে হাজির হয়েছিলেন লঙ্কান রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা। ম্যাচ শেষে সাঙ্গার প্রশংসা করে তাকে যুক্তরাজ্যে শ্রীলঙ্কার হাইকমিশনারের পদ গ্রহণের প্রস্তাব দেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি বলেন, শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় মুখ সাঙ্গা। তার বিদায়বেলায় তাকে যুক্তরাজ্যের হাইকমিশনার হওয়ার প্রস্তাব দিচ্ছি।
সিরিসেনার এ প্রস্তাব শুনতে পাবার পর পি. সারা ওভালের হাজার হাজার দর্শক স্টেডিয়ামটিকে চিৎকারে মুখর করে তোলে। লঙ্কানদের বহু শিরোপা জয়ের নায়ক সাঙ্গাকারা এ সময় বেশ অবাক হয়েছিলেন।
সাঙ্গাকারার বিদায়বেলা লঙ্কান রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির ৯৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা এবং ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এমআর