ঢাকা: পাকিস্তান ক্রিকেটের ভক্ত মুস্তাফিজের পুরো পরিববার। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক পাকিস্তানের ম্যাচে মুস্তাফিজের বাবা রাত জেগে টেলিভিশনের পর্দায় চোখ রাখতেন।
তবে এখন পাকিস্তান দলের ক্রিকেটারদের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তিনি। এখনকার পাকিস্তান দলের একমাত্র শহিদ আফ্রিদিকেই পছন্দ তার। আফ্রিদি বলতে অজ্ঞান মুস্তাফিজ। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে (টি-টোয়েন্টি) সেই আফ্রিদির উইকেটটি তুলে নিয়েছিলেন ১৯ বছরের এই তরুণ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মু্স্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছিলেন আফ্রিদি।
পাকিস্তানের আরও একজন আছেন, যার বোলিং অনুসরণ করেন মুস্তাফিজ। মোহাম্মদ আমির। যাকে মুস্তাফিজ তার বোলিং আইডল মনে করেন। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেছিলেন, আমার বোলিং আইডল পাকিস্তানের মোহাম্মদ আমির।
মুস্তাফিজের এখন আর পাকিস্তান প্রীতি নেই। পাকিস্তানের খেলাও দেখা হয় না তার। বাংলানিউজকে মুস্তাফিজ জানান, ‘এক সময় পাকিস্তানের প্রতিটা ক্রিকেটারের ভক্ত ছিলাম। সব ম্যাচই দেখতাম। পুরো দলটা আমার কাছে খুব ভালো লাগতো। এখন অবশ্য তেমন ভালো লাগে না....। তবে একজন আছেন আগের মতোই। শহিদ আফ্রিদি- যাকে এখনো ভালো লাগে। ’
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এসকে/এমএমএস