ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেট্রো-রংপুর ম্যাচে ফিক্সিং পাওয়া যায়নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
মেট্রো-রংপুর ম্যাচে ফিক্সিং পাওয়া যায়নি শিরোপা জয়ের পর রংপুর বিভাগ/ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় লিগে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের ম্যাচে কোন রকম ফিক্সিং কেলেংকারির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন, বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তাই খুলনা বিভাগের অভিযোগের ভিত্তিতে বিসিবি’র দুর্নীতি দমন ইউনিটের তদন্তে মুক্তি পাচ্ছে ঢাকা মেট্রো ও রংপুর।



এ ব্যাপারে আকরাম বলেন, ‘ঢাকা মেট্রো ও রংপুরের ম্যাচে বিসিবি দুর্নীতি-দমন ইউনিট কোন ফিক্সিং খুঁজে পায়নি। এটি তারা আমাকে মৌখিক ভাবে বলেছে। তবে দু’এক দিনের মধ্যে আমাদের চিঠির মাধ্যমে ব্যাপারটি জানানো হবে। ’

এর ‍আগে ২০১৪-১৫ জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচের আগে খুলনা, রংপুর ও ঢাকা বিভাগের ৯৬ পয়েন্ট করে ছিল। শেষ ম্যাচে খুলনা তৃতীয় দিনে চট্টগ্রামকে ইনিংস ও ২৪ রানে হারিয়ে অনেকটা শিরোপা উৎসব করে। তখন তাদের পয়েন্ট হয়েছিল ১২০।

অন্য ম্যাচে শিরোপা জিততে হলে রংপুরকে ২৫ পয়েন্ট অর্জন করতে হতো। ম্যাচে চতুর্থ ও শেষ দিনে রংপুর ঢাকা মেট্রোকে ৩৬১ রানের টার্গেট দেয়। যেখানে রংপুরকে শিরোপা জিততে হলে শেষ দিনে মেট্রোর সবকটি উইকেট তুলতে হবে। আর মেট্রো শেষ দিনে নাটকীয় ভাবে সবকটি উইকেট হারিয়ে ২৫৮ করে। শিরোপা জিতে রংপুর।

এ ম্যাচের পরে খুলনা বিভাগের কর্মকর্তারা রংপুর ও মেট্রো’র ম্যাচে পাতানো হয়েছে এমন অভিযোগ করেন। আর খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক তার ফেসবুক অ্যাকাউন্টেও ম্যাচ পাতানোর অভিযোগটি তুলে ধরেন। যদিও পরে তিনি ফেসবুকের পোস্টটি মুছে ফেলেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।