ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিক-মুমিনুল-ইমরুলের ব্যাটিং অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
মুশফিক-মুমিনুল-ইমরুলের ব্যাটিং অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি ব্যাটিং অনুশীলন শুরু করেছেন টপঅর্ডার ব্যাটসম্যানরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক ও ইমরুল কায়েস।



মিরপুরের আউটার গ্রাউন্ডের নেটে জুটি বেঁধে ব্যাটিং করেছেন মুশফিক-মুমিনুল। ইনজুরি কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, স্পিনার সোহাগ গাজী ও জুবায়ের হোসেন লিখনের বল সামলেছেন তারা দু’জন।

একই সময়ে মিরপুরের একাডেমি মাঠে নেট বোলারদের মোকাবেলা করেছেন ওপেনার ইমরুল কায়েস। দীর্ঘ সময় নিয়ে তিনধাপে নেট প্র্যাকটিস করেছেন এ বাঁহাতি। শেষের দিকে ইমরুলের নেটে বোলিং আক্রমণে যোগ হন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সকালে ক্যাম্পের পঞ্চম দিন বাকী ক্রিকেটাররা কেবল রানিং করেন।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগামী ছয় মাস ব্যস্ত থাকতে হবে ক্রিকেটারদের। দেশের শীর্ষ ক্রিকেটারদের ফিট রাখতে গত ২২ আগস্ট থেকে শুরু হয় কন্ডিশনিং ক্যাম্প। চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।